বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা এক বিশাল কর্মযজ্ঞ। শাবির ২০১৯-২০২০ সেশনের ভর্তি কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন এফইএস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. Mohammad Belal Uddin. ভর্তির সকল কর্মযজ্ঞ এফইএস বিভাগে সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট সকলের প্রত্যক্ষ সহযোগিতায় সভাপতি হিসেবে ভর্তির সকল কার্যক্রম সমন্বয় ও সম্পন্ন করার গুরুদায়িত্ব চমৎকারভাবে সম্পন্ন করায় এফইএস বিভাগ প্রফেসর ড. Mohammad Belal Uddin কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানায়।