গত ১১ অক্টোবর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ আইকিউএসির আয়োজনে Hands-on Training on Statistical Computing with R Programming for Advanced Users শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলোজি, লাইফ সায়েন্সেস এবং ফিজিক্যাল সায়েন্সেস এর বিভিন্ন বিভাগের ৪২ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শাবিপ্রবি গবেষণায় একটি সম্মানজনক অবস্থানে আছে। গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জ্ঞান আরোও সমৃদ্ধ করার জন্যই আজকের এই প্রশিক্ষণের আয়োজন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষকগণ আর-প্রোগ্রামিং এ দক্ষ হয়ে গবেষণায় অবদান রাখতে পারবে।
এছাড়াও তিনি আরো বলেন, র্যাংকিং- এ আন্তর্জাতিক পর্যায়ে ভালো অবস্থানে আসার জন্য অবকাঠামোগত এবং অন্যান্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির র্যাংকিং বিশেষজ্ঞ একজন অধ্যাপকের এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রদানের কার্যক্রম চলমান। বিশ্ববিদ্যালয়ের প্রতি সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা তা সঠিক ভাবে পূরণ করতে আগামী দিনগুলোতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
এ সময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাইদ আরফিন খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব ইশরাত ইবনে ইসমাইল এবং অধ্যাপক ড. মোঃ মাহবুবুল হাকিম।
© 2025 SUST. All rights reserved.