শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে আজ দিন ব্যাপী বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্র লেখার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উক্ত কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাবিপ্রবির প্রধান লক্ষ্য এখন শিক্ষা থেকে গবেষণার দিকে অগ্রসর হচ্ছে। তাই আমরা আমাদের গবেষোণার বাজেট আগের চেয়ে অনেক বৃদ্ধি করেছি। এরই ধারাবাহিকতায় গবেষণা বাজেটের দিক থেকে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা সাত নম্বর অবস্থানে আছি।
তাছাড়া আইকিউএসি আমাদের নতুন সহকর্মীদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুহসীন আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম। তাছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলোজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মোঃ ইশরাত ইবনে ইসমাইল এবং জনাব ড. মোঃ মাহবুবুল হাকিম।
© 2025 SUST. All rights reserved.