About Us

News & Events

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষার হল পরিদর্শন করেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর

Date : 2024/11/06

আজ বুধবার (০৬ নভেম্বর, ২০২৪) বিকাল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষার হল ও ল্যাবরেটরি পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ওয়াহিদ উজ্জামান, অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মখলিছুর রহমান।

পরিদর্শক দল উক্ত প্রতিষ্ঠানে পৌঁছলে কলেজের অধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকগণ তাদের স্বাগত জানান।