আজ মঙ্গলবার (০৫ নভেম্বর, ২০২৪) দুপুর সাড়ে ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চোধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ব্যবসায় প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ। শিক্ষার্থীদের মধ্যে ¯্নেেহর সর্ম্পক বজায় রাখতে হবে। কোন ধরনের কর্তৃত্বপূর্ণ সর্ম্পক থাকবে না। নবীনদের জন্য শুভকামনা। তোমরা শিক্ষকদের কথা শুনবে। তোমরা বিনয়ের সাথে শিক্ষকদের কাছে আবদার করবে। আর আমি চেষ্টাকরব করব তোমাদের স্পেস সমস্যা দূর করতে। নতুন ৫টি একাডেমিক ভবন করার পরিকল্পনা আছে আমাদের ।
এছাড়া তিনি বলেন, আপনারা একটি অ্যাপস তৈরী করতে পারেন। মফস্বলে যারা ফসল উৎপাদন করে এবং যারা ভোক্তা তাদের মধ্যে সরাসরি এই অ্যাপস এর মাধ্যমে লেনদেন হবে। বর্তমানে দেখা যাচ্ছে মধ্যস্থতাকারীরা অধিকাংশ লাভ নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহ্বায়ক সহযোগী অধ্যাপক সাকুফা চৌধুরী ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শিমলা আক্তার ।
এছাড়াও নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ নাজিয়া রহমান এবং শাহাদাত হোসেন নাবিল।