About Us

News & Events

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের লাইব্রেরি ওরিয়েন্টেশন

Date : 2024/11/05

আজ মঙ্গলবার (০৫ নভেম্বর, ২০২৪) সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লাইব্রেরি ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়।

লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চোধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আমাদের দেশটা এনালগ। দেশটাকে ডিজিটালে রূপান্তর করার জন্য তোমাদের ভূমিকা খুব গুরত্বপূর্ণ। তোমাদের লেখাপড়া করতে হবে। বর্তমানে ই-লাইব্রেরি খুব বেশী গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেককে গবেষক হয়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয়ে অনেক ভাল মানের শিক্ষক আছেন। অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকে এসে এখন এখানে শিক্ষকতা করছেন। তোমরা সবসময় শিক্ষকদের সাথে শ্রদ্ধার সাথে কথা বলবে। ব্যবহারিক বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হবে। ক্লাস রুমের লেকচার মিস করবে না। পরিবেশটা থাকবে শুধু পড়াশুনার। তোমাদের জন্যই শিক্ষকবৃন্দ, তোমাদের জন্যই লাইব্রেরি, তোমাদের জন্য এই সব আয়োজন।
এছাড়া তিনি বলেন, আমরা লাইব্রেরিতে হযরত জাহজালাল (র.) নামে একটা কর্নার করব।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ নতুন ভর্তিকৃত সকল শিক্ষার্থীর জন্য আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেন্ট্রাল লাইব্রেরির বই ও অন্যান্য পাঠসামগ্রীর অবস্থান, অনলাইন ক্যাটালগ সার্চ পদ্ধতি, বই লেন-দেন পদ্ধতি, ই-বুক ও ই-জার্নাল এক্সেস করার কৌশলসহ লাইব্রেরির বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেওয়া হয়।

একই সাথে লাইব্রেরিতে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের সাথেও নতুন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ মতিউর রহমান খাঁন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি লাইব্রেরিয়ান মো. কাওছার আহমদ।