আজ মঙ্গলবার (০৫ নভেম্বর, ২০২৪) বিকাল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষার হল ও ল্যাবরেটরি পরিদর্শন করেন।
স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা, অধ্যাপক ড. ফয়সাল আহম্মদ, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মখলিছুর রহমান।
পরিদর্শক দল উক্ত প্রতিষ্ঠানে পৌঁছলে কলেজের অধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকগণ তাদের স্বাগত জানান।
© 2025 SUST. All rights reserved.