About Us

News & Events

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়

Date : 2024/11/03

আজ রবিবার (০৩ নভেম্বর,২০২৪) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের (বিজ্ঞান বিভাগ) এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিট (মানবিক বিভাগ) ও ‘সি’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন) ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চোধুরী।

জুলাই বিপ্লবের শহীদদের আত্নার মাগফেরাত এবং আহতদের আরোগ্য কামনা করে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পেরেছ এটা গৌরবের। তোমরা নিজেদের মধ্যে আন্তরিকতা বজায় রেখে পড়াশুনা করবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব রয়েছে। আমি আশা করব তোমরাও ভবিষ্যতে এরকম অ্যাওয়ার্ড নিয়ে আসবে। তোমাদের ভবিষ্যৎ যাতে ভাল হয় আমরা সে চেষ্টা করছি। কখনো নেশাগ্রস্ত হওয়া যাবে না। আমি চাই ক্যাম্পাসে কোন সিগারেটের দোকান থাকবে না । তোমাদের স্বাস্থ্যের দিকে নজর রাখবে । আর নিয়মিত শরীরচর্চা করবে। আমরা এখানে একটা সুইমিং পুল করার চেষ্টা করব।

আমাদের এই বিশ্ববিদ্যালয় শুধু টিচিং ইউনিভার্সিটি হবে না। বরং শিক্ষা ও গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মানুষের কল্যাণে কাজ করবে। তোমাদের উন্নত জীবন প্রত্যাশা করি। এই চারটা বছর তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম জুলাই বিপ্লবের শহীদদের আত্নার মাগফেরাত এবং আহতদের আরোগ্য কামনা করেন। তিনি এই বিপ্লবে এখনো যারা নিখোঁজ আছেন তাদের দ্রুত সন্ধান প্রত্যাশা করেন। তিনি নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা আমার সন্তানের মত। তোমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলবে। যোগ্য শিক্ষার্থী হিসেবে বের হয়ে যেত পার সেই চেষ্টা করবে ।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও কার্যক্রমের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচিত করার লক্ষ্য ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়। এছাড়া নবীন শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য প্রক্টরিয়াল নীতিমালা ও যৌন নির্যাতন প্রতিরোধ সেল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল হক, ভর্তি কমিটির সদস্য সচিব ও এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরিফিন খাঁন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম ।