আজ শনিবার (০২ নভেম্বর, ২০২৪) রাত সাড়ে ৮টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল” পরিদর্শন করেন।
এ সময় ভাইস চ্যান্সেলর আবাসিক হলে বসবাসরত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন । ডাইনিং ও খাবারের মান এবং খাবারের পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ।
উপস্থিত শিক্ষার্থীরা খাবারের মান ও পরিবেশ সন্তোষজনক বলে ভাইস চ্যান্সেলরকে আশ্বস্ত করেন ।
এছাড়াও, তিনি হলের মধ্যে উচ্চমানের খাবার সরবরাহ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।