আজ শনিবার (০২ নভেম্বর ,২০২৪) সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ।
পরিক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ।
পরিদর্শক দল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে পৌঁছলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান তাদেরকে স্বাগত জানান।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, তিনটি বিভাগে মোট ১৮০টি আসনের বিপরীতে ২ হাজার ১ শত ৭০ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষার উপস্থিতির হার ৬০ শতাংশ।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।
© 2025 SUST. All rights reserved.