আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ২০২৪) বিকাল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে তার কার্যালয়ের কনফারেন্স রুমে স্মার্ট রিক্রুটমেন্ট সিস্টেম সফটওয়্যার উপস্থাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের চাকুরীর আবেদনের ভোগান্তি দূর করতে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সফটওয়্যারটির বিস্তারিত তুলে ধরেন। ওয়েব পোর্টালের মাধ্যমে পার্সোনাল প্রোফাইলসহ সিভি তৈরির ব্যবস্থাসহ আবেদন সংশ্লিষ্ট বেশ কিছু প্রক্রিয়া তুলে ধরেন প্রতিষ্ঠানের কর্ণদ্বার ইঞ্জিনিয়ার মো. আবু শাহরিয়ার রাতুল।
এছাড়া তিনি উল্লেখ করেন, বিভিন্ন পোস্টের জন্য একজন প্রার্থীকে বারবার একই ডাটা ইনপুট দিতে হবে না । প্রতিবার আবেদনের জন্য অতিরিক্ত পরিশ্রম ও সময় খরচ করতে হবে না । আর যেসব প্রতিষ্ঠানে এখনও সশরীরে আবেদনপত্র পাঠাতে হয় কিংবা ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হয়, সেখানে অতিরিক্ত সময়ের পাশাপাশি নির্দিষ্ট সময়ে না পৌঁছানো বা হারানোর আশঙ্কা থেকে যায়। নির্মিত সফটওয়্যারটি ব্যবহারের ফলে আবেদনকারীদের ভোগান্তি যেমন কমবে তেমনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মঘন্টা বেচে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসাবে স্মার্ট রিক্রুটমেন্ট সফটওয়্যার ব্যবহারের প্রতি গুরুত্বারুপ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অনুষদের ডিনবৃন্দ, ইন্সটিটিউট প্রধান ও রেজিস্ট্রার দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
© 2025 SUST. All rights reserved.