আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে ৭ শিক্ষার্থীকে ‘পিটার হোর অ্যান্ড মোস্তাক রহমান স্কলারশিপ’ প্রদান করা হয় । স্কলারশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১৫০ পাউন্ড করে দেয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চোধুরী ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, এই ধরণের স্কলারশিপ শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করবে । ভবিষ্যতে তারা আরও উদ্দীপনা নিয়ে লেখাপড়ায় গভীর মনোনিবেশ করে নিজেদের ও বিশ্ববিদ্যালয়ের এবং দেশের কল্যাণে কাজ করবে।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন স্নাতক শেষ বর্ষের ফাতেমা তুজ জোহরা, হাসান ঠাকুর, প্রান্ত পাল এবং স্নাতক প্রথম বর্ষের সাবরিন ইসলাম, মাধবী শীল পূজা, ইমাম তালহা ধ্রুব এবং মো. সাইফুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোখলেসুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. মো. কামরুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, অধ্যাপক ড. চৌধুরী ফারহানা ঝুমা, সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।
উল্লেখ্য, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে প্রতিবছর এ স্কলারশিপ দেয়া হচ্ছে।
© 2025 SUST. All rights reserved.