আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) আয়োজনে মিনি অডিটোরিয়ামে অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে অধ্যাপক ড. এম. আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চোধুরী ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, এই প্রোগ্রামে এসে আমি খুব আনন্দিত । আমাদের দেশ এখনও ডিজিটাল হয়নি । আমাদের ডিজিটাল শিক্ষা লাগবে । সকল শিক্ষার্থীদের ডিজিটাল এডুকেশন নিতে হবে । পড়াশুনায় মনোযোগ দিতে হবে । শিক্ষকদের সহযোগিতা নিতে হবে ।
তিনি আরোও বলেন, ছাত্রছাত্রীদের আবাসনের উন্নয়ন করা হবে । আমরা ২টি আবাসিক হলের অনুমোদন পেয়েছি । নামাজের জন্য ১টি মসজিদ করা হবে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. আহসান হাবীব ।
© 2025 SUST. All rights reserved.