About Us

News & Events

Smart Academic Credentials (SAC) - এর উদ্বোধনী অনুষ্ঠিত

Date : 2024/05/10

আজ ১০ মে, ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়, সিলেট -এ বেলা ৩ টায় আইআইসিটির ভার্চুয়াল রুমে Smart Academic Credentials (SAC) - এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মত কোনো প্রতিষ্ঠান ই-সার্টিফিকেট প্রবর্তণ করতে যাচ্ছে। আন্তর্জাতিক মান ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় এখন থেকে বিশ্বের যে কোন প্রান্ত হতে শিক্ষার্থীরা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং প্রাপ্ত সার্টিফিকেট বিশ্বের সকল প্রান্তে ব্যবহার করতে পারবে।



এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন এবং রিলিফ ভেলিডেশান লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার রাশেদ মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. রেজা সেলিম এবং সঞ্চালনা করেন আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় প্রধান, ইন্সটিটিউটের প্রধান, প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রমুখ উপস্থিত ছিলেন।