আজ ১৭ এপ্রিল ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বেলা ১০. ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
শ্রদ্ধঞ্জলি অর্পনের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আজকের এই দিনে প্রবাসি সরকার গঠনের ফলেই বাংলাদেশ নামক দেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাই আজকের এই দিনে জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক,প্রক্টর, হলের প্রভোস্টবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হিসাব পরিচালক, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ সহায়ক কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন এবং পরিবহন সমিতির নেতৃবৃন্দ ।
© 2025 SUST. All rights reserved.