শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি ও পুস্তকস্তবক অর্পণ।
সকাল ৮.০০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। পতাকা উত্তোলন শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রভাতফেরি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে শেষ হয়। পরে সকাল ৮ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এবং সকাল ৮.৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম ও , বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলির পর শিক্ষক সমিতি, ডিন’স ফোরাম, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল প্রশাসন, ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের জন্যই আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। আজকের এই দিনে আমি সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
© 2025 SUST. All rights reserved.