আজ ৮ ফেব্রুয়ারি,২০২৩ তারিখ সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এ প্রয়াত প্রফেসর ড. মো. খলিলুর রহমানের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রফেসর ড. খলিলুর রহমান ছিলেন রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান, পরিশ্রমী ও সৎ। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি এবং নিজের অধিকার আদায় করতে পিছপা হননি। বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রান। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রফেসর ড. কামাল আহমেদ চৌধুরী, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. এস এম সাইফুল ইসলাম, প্রফেসর ড. দীপেন দেবনাথ, প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রফেসর ড. আহমেদ জালাল ফরিদ উস সামাদ, প্রফেসর নূর উদ্দিন আহমেদ, সাবেক রেজিস্ট্রার ডেপুটি রেজিস্ট্রার ড. আ ফ ম সালাউদ্দিন কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদ প্রমূখ।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আরা বেগম এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন।
© 2025 SUST. All rights reserved.