আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ বেলা ১১.৩০টায় প্রো-ভাইস চ্যান্সলরের সভাকক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নব নির্বাচিত অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর অফিসার্স এসোসিয়েশনের নব নির্বাচিত সকলকে অভিনন্দন জানান এবং সকল যৌক্তিক দাবি পূরণের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আশোক বর্মন অসিম, সহ-সভাপতি আহমদ মাহবুব ফেরদৌসী, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী শিশির, সদস্য তাজিম উদ্দিন, সদস্য সিরাজুল ইসলাম উজ্জল, সদস্য ইউনুস আলী, সদস্য পারভেজ আহমেদ, সদস্য আশরাফুল হক।
© 2025 SUST. All rights reserved.