আজ ২৮ জানুয়ারি ২০২৪ তারিখ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুপুর ১ টায় ভাইস চ্যান্সেলেরের সভাকক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এম্বাসি অফ দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ৪ সদস্যের প্রতিনিধি দল।
এসময় ভাইস চ্যান্সেলর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ।
এম্বাসি অব দা ইউনাইটেড স্টেইট অফ আমেরিকার ৪ সদস্যের প্রতিনিধি দলের মধ্য ছিলেন এডুকেশন ইউ এস এ বাংলাদেশের ম্যানেজার ক্রিস ট্রুবার্ড, আমেরিকান স্পেসেস কোঅর্ডিনেটর শাহিনা সুলতানা, এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর গুলশান জারিন আলম এবং রিফাত সপ্নিল,
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফসর ড. মো. শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের প্রফেসর ড. নূর উদ্দিন আহমেদ।
© 2025 SUST. All rights reserved.