আজ ১৮ জানুয়ারি , ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ দুপুর ২ টা ৩০ মিনিটে শারীরিক শিক্ষা দপ্তরেের আয়োজনে বাস্কেটবল গ্রাউন্ডে আন্তবিভাগ বাস্কেটবল প্রতিযেগিতা - ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শরীরকে সুস্থ রাখতে, পড়াশোনায় মনযোগ বৃদ্ধি করতে এবং মাদকমুক্ত থাকতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ -সুবিধা বৃদ্ধি করতে হ্যান্ডবল গ্রাউন্ড সংস্কার এবং কেন্দ্রীয় খেলার মাঠ প্রসস্থকরণের উদ্যোগ গ্রহণ করেছে। আজকের এই আয়োজনের সফল সমাপ্তি প্রত্যাশা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, প্রফেসর ড. মো. কামরুল ইসলাম, প্রফেসর ড. মো. রেজাউল হাসান সুমন, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌউদ বিন আম্বিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
© 2025 SUST. All rights reserved.