আজ ১০ জানুয়ারি ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ভাইস চ্যান্সেলর বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ আবারো বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের ভুল ত্রুটিগুলো গঠনমূলক সমালোচনা করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন , বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, বিভিন্ন ইনস্টিটিউটের প্রধানগন, প্রক্টর, হলের প্রভোস্টগন , ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সহায়ক কর্মচারি সমিতি এবং কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।
© 2025 SUST. All rights reserved.