প্রেস বিজ্ঞপ্তি
আজ ১৮ ডিসেম্বর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও প্রধান ফটকে বনায়ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচির উদ্বোধন করা হয়। বেলা ২:৩০ মিনিটে প্রধান ফটকে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল ফুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। একইসময় শাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মাকসুদুর রহমান গাছের চারা রোপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বনায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবু সাঈদ আারফিন খাঁন, কমিটির সদস্য সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাশসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
© 2025 SUST. All rights reserved.