আজ ১২ ডিসেম্বর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কর্মপক্রিয়া একটি সমন্বিত কর্মপ্রক্রিয়া। সারা বছরের সকল বিভাগ ও দপ্তরের সকল কার্যক্রম ত্রৈমাসিক ভিত্তিতে নিদিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে উপস্থাপন করতে হয়। আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনাদের উপরই আমাদের তথ্যের হালনাগাদ নির্ভর করে। এ বছর আমরা আপনারদের সহযোগিতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় স্থান অর্জণ করেছি। আগামী বছরেও আমরা আরো ভালো অবস্থান সৃষ্টি করতে আপনাদের সঠিক সময়ে কাজের প্রমানক সহ তথ্য চাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, ইনস্টিটিউটের পরিচালক,দপ্তর প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন।
সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
© 2025 SUST. All rights reserved.