আজ ২৩ নভেম্বর, ২০২৩ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০ টায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আয়োজনে Hands-on Training on Qualitative Data Analysis With NVivo-শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অনন্য অবস্থান ধরে রেখেছে। গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ বাংলাদেশ এবং বিভিন্ন আন্তজার্তিক জার্নালে মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশ করছে। এ বছর ৪০০ এর অধিক গবেষণা প্রবন্ধ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রকাশ করেছে যা সত্যি আনন্দের। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় ১০ গুণ গবেষণা বরাদ্ধ বৃদ্ধির পাশাপাশি গবেষকদের দক্ষতা উন্নয়নে বছরব্যাপি বিভিন্ন কর্মশালার আয়োজন করতে সকল ধরনের সহযোগিতা করছে। আজকের এই আয়োজন তারই ধারাবাহিকতার অংশ। আমি বিশ্বাস করি আজকের আয়োজনে অংশগ্রহণ করা গবেষকবৃন্দ গবেষণা দক্ষতা বৃদ্ধি করে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাজাহান মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মাহবুবুল হাকিম ও অতিরিক্ত পরিচালক মো. ইশরাত ইবনে ইসমাইল।
কর্মশালায় বিভিন্ন অনুষদের ৩০ এর অধিক গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।
© 2025 SUST. All rights reserved.