আজ ১২ নভেম্বর, ২০২৩ তারিখ বেলা ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ একাডেমিক ভবন ডি এবং একাডেমিক ভবন সি এর সম্মুখে নবনির্মিত পার্কিং স্থান উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গুনগত শিক্ষা পরিবেশ এবং মানসম্মত উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। এতোদিন
যত্রতত্র গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করার ফলে সকলেই অসুবিধার সম্মুখীন হতো। এ সমস্যা থেকে উত্তোরণের জন্য সকল একাডেমিক ভবনের সামনে পার্কিং স্থান নির্মাণের উদ্দ্যোগ গ্রহন করে। এখন থেকে পার্কিং সংক্রান্ত সমস্যা আর থাকবে না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন । এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতি ভারপ্রাপ্ত সভপতিসহ বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানগন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্কিং স্থান নির্ধারণ এবং নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. ফয়সল আহম্মদ।
© 2025 SUST. All rights reserved.