আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এর জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট সোসাইটির আয়োজনে একাডেমিক ভবন এ এর ৪১০ নাম্বার রুমে " Training on Application of ArcGIS Pro for Regional Planning " শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভাগীয় শিক্ষা ও গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগের উন্নয়ন কার্যক্রমের যে কোনো উদ্দ্যোগকে বাস্তবায়ন করতে সদা তৎপর।আর্কজিআইসের মত আন্তজার্তিক মানের সফটওয়্যার ব্যবহারের আজকের এই কর্মশালা বিভাগের সকল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. নাজমুল কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আনোয়ারুল ইসলাম।
© 2025 SUST. All rights reserved.