আজ ৮, অক্টোবর ২০২৩ তারিখ বেলা ১২ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ( এমওইউ) স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ও গবেষণালয় পারস্পারিক জ্ঞান ও অভিজ্ঞতা এমওইউর মাধ্যমে আদান -প্রদান হলে বিশ্ববিদ্যালয়গুলো সমৃদ্ধ হবে।আমি আশা করবো আজকের এই চুক্তি স্বাক্ষরের ফলে উভয় বিশ্ববিদ্যালয় নারী সহিংসতা রোধে এবং নারী ক্ষমতায়ন সহ অন্যান্য বিষয়ে গবেষণা পরিচালনা করবে।
চুক্তিতে শাবিপ্রবির পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পক্ষে ক্রীড়া প্রকল্পের সহকারী পরিচালক শারমীন আক্তার সেতু স্বাক্ষর করেন।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রফেসর ড. তুলসি কুমার দাস, প্রক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, প্রফেসর ড. মো. আলমগীর কবির, সমুদ্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.সুব্রত সরকার , ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান প্রমুখ।
© 2025 SUST. All rights reserved.