আজ ২ অক্টোবর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -,এর মিনি অডিটোরিয়ামে বেলা ১১ টায় "Time, Resources and Thoughtful Efforts: Strengthening the Community and creating Opportunities for Youth" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুনরাই দেশের মূল চালিকাশক্তি। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তরুনদের যুগোপযোগী করে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। উদ্দেশ্য বাস্তবায়নে আমরা সকল ধরণের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ১ম বারের মত ই-সার্টিফিকেট চালু করেছি যা সারা বিশ্বে গ্রহণযোগ্য। ডিজিটাল লাইব্রেরি চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, নারী অধিকার রক্ষায়ও আমরা বন্ধ পরিকর। সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তৎপর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
সেমিনারে কি- নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন লন্ডন কেমেডনের মেয়র কাউন্সিলর নাজমা রহমান
সেমিনারে সভাপতিত্ব করেন আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।
© 2025 SUST. All rights reserved.