আজ ২ অক্টোবর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ দুপুর ১ টা ৩০ মিনিটে লাইব্রেরি ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন দিক থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৭ম জাতীয় নাট্য উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই একজন মানুষ পরিপূর্ণ সামাজিক মানুষ হয়ে গড়ে ওঠে। নাটক আমাদের জীবনের দর্পণ। আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবনের গভীর মূল্য বোধ নাটকের মাধ্যমে প্রতিফলিত হয়। তাই শুদ্ধ জীবনাচার বিনির্মানে নাটকের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, দিক থিয়েটারের উপদেষ্টা প্রফেসর ড. ফারজানা সিদ্দিকা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি রজত দেব, সহসভাপতি মোস্তাক আহমেদ, দিক থিয়েটারের সভাপতি মো. শাকিল, সাধারণ সম্পাদক আর্নিকা দেব মন্টি প্রমূখ।
উদ্বোধন উপলক্ষ্যে প্রথমে এক বর্নাঢ্য র্যালি লাইব্রেরি ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস পদক্ষিণ করে পুনরায় লাইব্রেরি ভবনের সামনে শেষ হয়।
© 2025 SUST. All rights reserved.