About Us

News & Events

২০২২- ২০২৩ শিক্ষাবর্ষের ২য় দিনের ভর্তি কার্যক্রম পরিদর্শন

Date : 2023/08/28

আজ ২৮ আগস্ট, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট- এ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষের ২য় দিনের ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো কবির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. স্বপন কুমার সরকার, সদস্য সচিব প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
এ সময় ভাইস চ্যান্সেলর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের খোজ খবর নেন।

প্রথমেই সকল শিক্ষার্থীদের ডোপ টেস্ট এবং ব্লাড গ্রুপিং-এর মাধ্যমে ভর্তির প্রাথমিক কাজ শুরু করা হয়। উল্লেখ্য আগামী ২৯ আগস্ট ২০২৩ তারিখ ভর্তি কার্যক্রম চলবে।
৩০ আগস্ট ২০২৩ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

Learn More