আজ 22, আগস্ট, 2023 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ ২০২৩-২০২৪- এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ । এতে ১০০ এর অধিক কর্মচারী অংশগ্রহন করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, সেবা প্রদান সরকারী কর্মচারী হিসেবে আপনাদের নৈতিক দায়িত্ব। দায়িত্ব পালনে কোনো অবহেলা করা চলবে না।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন বলেন, সততা ও জবাবদিহিতার মাধ্যমে সেবা প্রদানে আমাদের সকলের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কর্তব্য পালন এবাদতের সমতুল্য। তাই সকলকে সচেতন ভাবে সেবা প্রদান করতে হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
সঞ্চালনা করেন এপিএর বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক এবং ডেপুটি রেজিস্ট্রার ড. আ ফ ম সালাউদ্দিন
প্রশিষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার শামীম আল মামুম রাজিব।
© 2025 SUST. All rights reserved.