আজ 20, আগস্ট, 2023 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে ৩ দিন ব্যাপি শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ ২০২৩-২০২৪- এর ১ম দিনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে ১০৪ জন কর্মচারী অংশগ্রহন করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে অন্যায়, অবিচার সহ্য করা হবে না, কিন্তু কোনো যৌক্তিক দাবী ফেলে দেয়া হবে না।
সবাই প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে। সময়মত অফিসে আসা এবং নিদিষ্ট ড্রেস কোড প্রতিপালন না করলে এক দিনের বেতন কর্তন করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কবির হোসেন।
তিনি বলেন, ভাইস চ্যান্সেলর থেকে ঝাড়ুদার সকলের ঐক্যবন্ধ কর্ম প্রক্রিয়াই একটি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এ বিশ্ববিদ্যালয়ের সকলকে আমি ভালোবাসি কিন্তু কাজের গাফলতি করলে কাওকে ছাড় দেয়া হবে না।
এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
সঞ্চালনা করেন এপিএর বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
প্রশিষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান।
© 2025 SUST. All rights reserved.