আজ ১লা ফাল্গুন, ১৪২৬ / ১৪ ফেব্রুয়ারি, ২০২০ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল ৯.৩০টায় ভাইস চ্যান্সেলরের প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। সকাল ৯ টা ৪০ মিনিটে ভাইস চ্যান্সেলরের প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ক্যাম্পাসে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১০টায় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
© 2025 SUST. All rights reserved.