আজ ২০ জানুয়ারী, ২০২০ তারিখ দুপুর ১২ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ শাহপরান হলের মানসম্পন্ন ডাইনিং এর শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে ডাইনিং রুচিসম্মত ভাবে সজ্জিত করে উদ্বোধন করা হলো। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া নতুন ভাবে চালু করা হয়েছে। এর সুফল বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে পাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্ম তৎপরতা অব্যাহত থাকবে।
© 2025 SUST. All rights reserved.