আজ ১০ জুলাই, ২০১৯ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি (একনেক)-এর ২০১৯-২০ অর্থবছরের ১ম সভায় অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প প্রস্তাব অনুমোদিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে সকাল ১০ টায় প্রকল্প বাস্তবায়ন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একনেক সভায় অধিকতর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর প্রস্তাব অনুমোদিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি মাননীয় পরিকল্পনামন্ত্রী জনাব এম এ মান্নান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকল্প বাস্তবায়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন এই বিশ্ববিদ্যালয় হবে সুশাসনের রোল মডেল। প্রকল্প বাস্তবায়নে সর্বাত্নক প্রস্তুতি গ্রহন করা হবে। শিক্ষক কর্মকর্তাদের সমন্বয়ে তদারকি কমিটি গঠন করা হবে। প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে সল্পতম সময়ে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
© 2025 SUST. All rights reserved.