আজ ৫ মে, ২০১৯ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদ আয়োজিত শিক্ষকদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় ফুড এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগ চ্যাম্পিয়ন হয়। এফইটি বিভাগ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে ১৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে মুক্তমঞ্চে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি বলেন, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষকদের মানসিকভাবে আরো উজ্জীবিত করবে। তিনি সুন্দর এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
© 2025 SUST. All rights reserved.