About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ‘বি’ ইউনিটের ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

Date : 2019/01/17

আজ ১৭ জানুয়ারি, ২০১৯ তারিখ সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ‘বি’ ইউনিটের ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান বলেন, আমরা জাতি হিসেবে পেছনে ফিরে তাকাতে চাই না। আমরা সামনে অগ্রসর হতে চাই। আমরা আতীতে দীর্ঘদিন অবদমিত ছিলাম। আমাদেরকে অন্ধকারের পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের উচ্চাভিলাষ আছে। আমরা অপরাপর উন্নত জাতির মতো আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে চাই। তবে কাউকে অবদমিত করতে চাই না। আর সেই উচ্চাভিলাষ অর্জনের মাধ্যম হচ্ছে তোমরা -আজকের মেধাবী শিক্ষার্থীরা। তোমাদের জন্য উচ্চ শিক্ষায় গবেষণার জন্য বর্তমান সরকার আরো অর্থ বরাদ্দ দিবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ভালমানের গবেষণা দরকার। এজন্য তোমাদেরকে জ্ঞানার্জন করতে হবে। তোমাদেরকে বড় হতে হবে। তোমাদের মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়তে চাই যা হবে আরো সুন্দর, সভ্য, বিজ্ঞানমনষ্ক, প্রগতিশীল এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। তোমরা জ্ঞানার্জনের জন্য প্রয়োজনে বিদেশে যাবে। তবে বেলা শেষে পাখির মতো নিজ ঠিকানায় ফিরে আসবে। তাহলেই আমাদের প্রচেস্টা সফল হবে।